রাজধানীর বিমানবন্দর সড়কের পাশে বাজারের ব্যাগে ফে’লে যাওয়া এক ন’বজাতককে উ’দ্ধারের পর ঢাকা শি’শু হাসপাতা’লে চিকিৎসা দেয়া হচ্ছে।শি’শুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এক পু’লিশ সদস্য তাকে কুড়িয়ে পাওয়ার পর, দায়িত্ব নিয়ে পরম স্নেহে লালনপালন করছেন হাসপাতা’লের চিকিৎসক ও সেবিকারা।


যেন সদ্যভূমিষ্ঠ র’ক্তমাখা তুলতুলে গড়নের শ’রীরের এক ন’বজাতক। বুধবার (১৪ অক্টোবর) বিমানবন্দর সড়কে আ’র্মি গলফ ক্লাবের পাম ভিউ রেস্টুরেন্টের সামনে ফুটপাতে ঝোপের পাশে একটি র’ক্তমাখা ব্যাগে কাপড়ে মোড়ানো ছিল এই শি’শু।

বিকেল ৫টার দিকে শি’শুটিকে ফুটপাতের পাশে থাকা ঝোপের পাশে দেখতে পান সড়কে কর্ম’রত ট্রাফিক পু’লিশের সার্জেন্ট সম’রেশ মণ্ডল।তিনি জানান, শি’শুটিকে দেখার পরই উ’দ্ধার করে নিয়ে যান কুর্মিটোলা হাসপাতা’লে।


কুর্মিটোলা হাসপাতা’লে নেয়ার পর খিলখেত থা’না-পু’লিশ খবর পেয়ে ন’বজাতককে ঢাকা শি’শু হাসপাতা’লে ভর্তি করে। এরপর শি’শুটির দায়িত্ব নেয় হাসপাতা’লের চিকিৎসক ও সেবিকারা। পরম স্নেহে লালন-পালন করছেন তারা। শি’শুটির নাম রেখেছেন মোহাম্ম’দ আল হাসান।