সিলেটের বিশ্বনাথে আপন ভাতিজিকে জো’রপূর্বক ফূর্তির অ’ভিযোগে চাচাকে গ্রে’ফতার করেছে পু’লিশ। শনিবার (১৭ অক্টোবর) সকালে বিশ্বনাথ থা’নায় ভিকটিম নিজে বাদী হয়ে চাচা আব্দুর
রশিদের বি’রুদ্ধে জো’রপূর্বক ফূর্তির মা’মলা করেন। মা’মলার পরপরই আ’সামিকে গ্রে’ফতার করা হয়েছে বলে জানায় পু’লিশ। বিশ্বনাথ থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা মো. শামিম মু’সা জানান,
গত ২ মাস আগে আব্দুর রশিদ তার ভাতিজিকে প্রথম জো’রপূর্বক ফূর্তি করেন। পরবর্তীতে গতকাল শুক্রবার রাতে ভাতিজিকে আবারও জো’রপূর্বক ফূর্তি করে। পরদিন সকালে ভাতিজি নিজে বিশ্বনাথ থা’নায় গিয়ে চাচার বি’রুদ্ধে
অ’ভিযোগ করেন। তার অ’ভিযোগের প্রেক্ষিতেই অ’ভিযু’ক্ত চাচা আব্দুর রশিদকে গ্রে’ফতার করে বিশ্বনাথ থা’না পু’লিশ। মা’মলার ত’দন্তকারী কর্মক’র্তা এসআই রত্না বেগম জানান, মা’মলার
পরপরই ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। এছাড়া আ’সামি আব্দুর রশিদকে আ’দালতে সোপর্দ করা হয়েছে।