আকবর পুলিশের এস আই আকবর সিলেটের বন্দর বাজারে ঠাণ্ডা মাথায় রায়হানকে নি”র্মমভাবে হ”ত্যা করে কিভাবে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে তা সাধারন মানুষের প্রশ্ন। অনেকে বিশ্বাস করতে পারছেন না আকবর পুলিশের কাছে নাই, ভিন্ন জনের ভিন্ন কথা, তবে
সর্বশেষ যে তথ্য এসেছে ফেসবুক সোশ্যাল মিডিয়া জুড়ে ও ভাইরাল হচ্ছে যে দুজনের নাম যারা আকবরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন তারা সিলেটের পুলিশের কেউ না তারা একজন নাট্যকার অন্যজন একজন সাংবাদিক। সুত্র দাবি করছে আকবরকে সিলেটের সীমানা দিয়ে ভারতে
পার করে দিতে সহযোগিতা করেছেন এই দুজন, তারা সিলেট থেকে আকবরকে নিরাপদে কোম্পানিগঞ্জ দিয়ে ভারত সীমান্তে যেতে সহযোগিতা করেন , অনুক্ত কাম্রুল নামের একজন সাংবাদিক তার ফেসবুক আইডিতে লিখেন
তার এই লিখাটি সিলেটের অনেক সিনিয়র সাংবাদিক নিজের আইডিতে পোস্ট করতে দেখা যায়। তিনি লিখেন আকবরকে ভারত পাচার করেছেন সাংবাদিক নেতা ও কমিশনার!এই সাংবাদিক নেতা তিনবার কমিশনারের সাথে দেখা করে এক মন্ত্রীর স্ত্রী কে দিয়েও ফোন করান!
মূলত নোমান নামের এক রিপোর্টার আকবরকে কোম্পানিগঞ্জ দিয়ে ভারত পাঠায়! এই রিপোর্টারের বাড়িও কোম্পানিগঞ্জ!তথ্য ফাইনাল!! এছাড়া অন্য একজন লিখেন মুরাদ ও নোমান মিলে আকবরকে সহযোগিতা করে কোম্পানিগঞ্জ দিয়ে ভারত পাটিয়ে দেয়।
যারা এসব তথ্য নিজের আইডিতে পোস্ট করছেন তার সত্যতা আমাদের জানা নেই তবে সিলেটের সিনিয়র সাংবাদিক প্রেস ক্লাবের সহ সভাপতি Abdul Quader Tapader সহ অনেকেই অনুক্ত কামরুলের পোস্ট কপি করে নিজের আইডিতে পোস্ট করতে দেখা যায়। এতে কিছুটা সত্য হলেও হতে পারে মনে হচ্ছে। অনুক্ত কামরুলের পোস্ট লিংক অনুক্ত কামরুলের পোস্ট দেখতে ক্লিক করুন
সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল কাদির তফাদারের পোস্ট লিংক আইডির পোস্ট দেখতে ক্লিক করুন
