কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এই মানববন্ধনের আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-প্রচার সম্পাদক খন্দকার মোয়াজ্জেম হোসেন, জেলা কমিটির সভাপতি রোকসানা পারভীন, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, সদস্য খন্দকার শামিমা আখতার।
আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক দেওয়ান এনামুল হক, রেমাউল ইসলাম রাসেল, ইমরুল কায়েস, আনোয়ার হোসেন প্রমুখ। বক্তরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এছাড়া যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।